Iran Hijab | হিজাব না পড়তে চাইলে হবে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা! “হিজাব অপসারণ চিকিত্সা ক্লিনিক” খুলছে ইরান
Saturday, November 16 2024, 3:46 pm
Key Highlightsইরান সরকার জানিয়েছে, হিজাব আইন অমান্যকারী জন্য খোলা হবে ক্লিনিক!
ইরানে মহিলাদের প্রকাশ্যে মাথা ঢেকে রাখতে হয়। না মানলে পেতে হয় কড়া শাস্তি। তবে এবার হিজাব পরা নিয়ে আরও বাড়লো কড়াকড়ি। ইরান সরকার জানিয়েছে, হিজাব আইন অমান্যকারী জন্য খোলা হবে ক্লিনিক! ইরানের মহিলা ও পরিবার বিভাগের প্রধান জানিয়েছেন, তেহরানে একটি “হিজাব অপসারণ চিকিত্সা ক্লিনিক” খোলা হবে। এই ক্লিনিকে হিজাব না পরতে চাওয়া মহিলাদের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা করা হবে। এই ঘোষণার পর, তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন এবং ইরানের মহিলারা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- অন্যান্য

