Iran | পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে মুক্তি চায় ইরান! যুদ্ধপরিস্থিতিতে চলছে জোরদার প্রস্তুতি
Tuesday, June 17 2025, 3:36 am
Key Highlightsপরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (নন প্রোলিফেরেশন ট্রিট্রি বা এনপিটি) থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে তেহরান! ইতিমধ্যেই এনিয়ে নতুন বিল আনার প্রস্তুতি শুরু হয়েছে সেদেশের পার্লামেন্টে।
গত শুক্রবার থেকে ইরান বনাম ইজরায়েল সংঘর্ষ তুঙ্গে। দুদেশেই বাড়ছে মৃত্যুমিছিল। সূত্রের খবর, এবার পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (নন প্রোলিফেরেশন ট্রিট্রি বা এনপিটি) থেকে বেরিয়ে আসার জন্যে পার্লামেন্টে বিল আনার প্রস্তুতি শুরু করেছে ইরান। আমেরিকার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে দু’দফা আলোচনায় তেহরান কথা দিয়েছে, পরমাণু অস্ত্র তৈরী করবেনা তারা। তবে ‘ইউরেনিয়াম এনরিচমেন্টে’ বাধা দেওয়া যাবেনা তাদের। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আশঙ্কা, আড়ালে পরমাণু হাতিয়ার বানাচ্ছে তেহরান।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- যুদ্ধ
- আমেরিকা
- donald trump
- ট্রাম্প
- পরমাণু অস্ত্র

