Iran | সংঘর্ষবিরতির পরদিনই পারমাণবিক অস্ত্র বানাতে বড় পদক্ষেপ ইরানের! উত্তর কোরিয়ার পথ অনুসরণ করবে মধ্যপ্রাচ্যের দেশটি!
Wednesday, June 25 2025, 1:32 pm
Key Highlightsযাবতীয় নজরদারি থেকে বেরিয়ে এসে পারমাণবিক অস্ত্র বানাতে উত্তর কোরিয়ার মতো IAEA থেকে বেরিয়ে আসতে চলেছে ইরান।
বেশ কয়েকদিন দুপক্ষে সংঘর্ষ চলার পরে সবে মাত্র যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ইসরায়েল। এরই মধ্যেই পারমাণবিক অস্ত্র বানাতে পদক্ষেপ নিতে চলেছে ইরানের পার্লামেন্ট। জানা গিয়েছে, যাবতীয় নজরদারি থেকে বেরিয়ে এসে পারমাণবিক অস্ত্র বানাতে উত্তর কোরিয়ার মতো IAEA থেকে বেরিয়ে আসতে চলেছে ইরান। সংঘর্ষবিরতির পরদিনই IAEAর সঙ্গে সহযোগিতা শেষ করার পক্ষে একটি বিল পেশ হয় ইরানের পার্লামেন্টে। সেই বিলে গোটা পার্লামেন্ট সম্মতি দিয়েছে। সেদেশের গার্ডিয়ান কাউন্সিলের সম্মতি পেলেই আইনে পরিণত হবে এই বিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- উত্তর কোরিয়া
- পরমাণু অস্ত্র

