Iran | পারমাণবিক বোমা তৈরী করছে ইরান? নির্ধারিত সীমার ৩২ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে এই দেশ

Thursday, November 21 2024, 5:07 am
highlightKey Highlights

IAEAর রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধ ১৮২.৩ কিলোগ্রাম ইউরেনিয়াম জমা করে ফেলেছে।


ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ অব্যাহত। এরই মধ্যে রাষ্ট্রসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার দাবি, নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুত ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান! IAEAর রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধ ১৮২.৩ কিলোগ্রাম ইউরেনিয়াম জমা করে ফেলেছে। পরমাণু অস্ত্র নির্মাণ করতে প্রয়োজন পড়ে ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম। অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির কার্যত শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ইরান। নির্ধারিত সীমার চেয়েও ৩২ গুণ বেশি বেড়েছে ইরানের ইউরেনিয়ামের মজুত। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File