IPL2025 | IPL এর স্টেডিয়াম সাজছে চন্দননগরের জগৎবিখ্যাত আলোয়! নবাবের শহর লখনৌয়ে পৌঁছেছেন ১২ আলোকশিল্পী

এ বার চন্দননগরের জগৎবিখ্যাত আলোয় সেজে উঠল লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়াম।
চন্দননগরের ঐতিহ্যবাহী আলোকসজ্জার কদর দেশে সর্বজনবিদিত। গত বুধবার চন্দননগরের আলোকশিল্পী কৌশিক যাদব লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়াম সাজানোর বরাত পান। বরাত পেয়েই লখনৌয়ে পৌঁছন ১২জন আলোকশিল্পী। ১০ ফুট বাই ১৬ ফুটের পিক্সেল আলোয় সাতরঙা রঙে ফুটিয়ে তোলেন ‘HOME OF LUCKNOW SUPER GIANTS’ লেখা। সূত্রের খবর, সাড়ে ১২ লক্ষ টাকা খরচ করে এই চমৎকার আলোকসজ্জা বুক করেছে লখনৌ কতৃপক্ষ। রামমন্দিরের উদ্বোধনে অযোধ্যাও সেজেছিল চন্দননগরের আলোয়, আর এবার সাজলো নবাবের শহর লখনৌ!