খেলাধুলা

IPL Suspend | ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে স্থগিত হতে চলেছে আইপিএল! বৈঠকে বোর্ড!

IPL Suspend | ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে স্থগিত হতে চলেছে আইপিএল! বৈঠকে বোর্ড!
Key Highlights

আশঙ্কাই হল সত্যি, ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে স্থগিত হতে চলেছে আইপিএল।

আশঙ্কাই হল সত্যি, ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে স্থগিত হতে চলেছে আইপিএল। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রস্ত বিদেশি তারকারা। দুই বিদেশী ক্রিকেটার উদ্বেগ প্রকাশ করে বাড়ি ফেরার ইচ্ছাও জানিয়েছেন। তবে কবে, কীভাবে টুর্নামেন্টের বাকি অংশের আয়োজন হবে, বা আদৌ হবে কিনা, সেটা নিয়ে অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে বোর্ড। সব পক্ষের সঙ্গে আলোচনার পরই সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে খবর। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ধরমশালায় মাঝপথে বন্ধ করে দিতে হয় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।