IPL 2026 Auction | IPL-এর মিনি নিলামের আসর বসবে আবু ধাবিতে! - জানালো ভারতীয় বোর্ড

Tuesday, November 11 2025, 4:19 pm
IPL 2026 Auction | IPL-এর মিনি নিলামের আসর বসবে আবু ধাবিতে! - জানালো ভারতীয় বোর্ড
highlightKey Highlights

বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “আইপিএলের মিনি নিলামের জন্য আবু ধাবিকেই ঠিক করা হয়েছে।”


এবছর ডিসেম্বরের মাঝে আইপিএলের মিনি নিলাম হওয়ার কথা। গত দুই বছর যথাক্রমে দুবাই এবং জেড্ডায় একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারণ হয়েছে। সূত্রের খবর, এবারও ভারতীয় বোর্ড বিদেশে আইপিএল নিলাম আয়োজনের পথে হাঁটতে চলেছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “আইপিএলের মিনি নিলামের জন্য আবু ধাবিকেই ঠিক করা হয়েছে।” উল্লেখ্য, যাতায়াতব্যবস্থার সুবিধা এবং আইপিএলের প্রচার বাড়ানোর লক্ষ্যেই গত দু’বছর বিদেশে নিলামের আয়োজন করা হয়েছে। ১৫ নভেম্বরের আগেই ক্রিকেটারদের লিস্ট পাঠাতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File