MI vs LSG | আইপিএলে বুমরা ম্যাজিক! মুম্বই ঝড়ে উড়ে গেলো লখনৌ সুপার জায়ান্টস
Sunday, April 27 2025, 3:15 pm
Key Highlightsলখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে পরপর পাঁচটা ম্যাচ জিতল তারা। ওয়াংখেড়েতে LSGকে ৫৪ রানে পরাস্ত করল মুম্বই।
মরশুমের শুরুর না পাওয়াটা ওয়াংখেড়েতে পূর্ণ করলো মুম্বই শিবির। মাঠে ফিরেই দুর্দান্ত ফর্মে জসপ্রীত বুমরাহ। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনৌ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ৭ উইকেট খুইয়ে মুম্বই তোলে ২১৫ রান। মুম্বাইয়ের হয়েওপেনার রায়ান রিকেলটন করেন ৫৮, সূর্যকুমার যাদব করেন ৫৪ রান। পাল্টা ব্যাট করতে নেমে ৯ রানে ফেরেন ওপেনার এইডেন মারক্রাম। মিচেল মার্শ করেন ৩৪। মাত্র ৪ রানে ফেরেন ঋষভ পন্থ। আজকের ম্যাচে বল হাতে এক ওভারে পরপর তিন উইকেট নেন জশপ্রীত বুমরা। ৫৪ রানে ম্যাচ জেতে হার্দিকরা।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল
- ipl
- মুম্বাই ইন্ডিয়ান্স
- লখনউ সুপার জায়ান্ট
- ক্রিকেট
- ক্রিকেটার

