খেলাধুলা

IPL Auction 2025 । চমকের পর চমক ! মাত্র ২ কোটিতেও দল পেলেন না ওয়ার্নার, দ্বিতীয়বার মেগা নিলামে নাম লেখালেন আর্শদ্বীপ

IPL Auction 2025 । চমকের পর চমক ! মাত্র ২ কোটিতেও দল পেলেন না ওয়ার্নার, দ্বিতীয়বার মেগা নিলামে নাম লেখালেন আর্শদ্বীপ
Key Highlights

আইপিএল নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার, দেবদূত পাডিক্কাল। নিলামে ২৭ কোটিতে বাজিমাত করেছেন ঋষভ পান্ত। বাঁ হাতি পেসার আর্শদ্বীপ সিংকে ১৮ কোটিতে কিনেছে পাঞ্জাব।

দর মাত্র ২ কোটি, আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে অবিক্রিত রইলেন ডেভিড ওয়ার্নার। দল পেলেন না তরুণ তুর্কি দেবদূত পাডিক্কালও। নিলামে ২৭ কোটিতে ঋষভ পান্থকে কিনলো লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। শ্রেয়াস আইয়ারকে পেতে ২৬ কোটি ৭৫ লাখ টাকা খসলো পাঞ্জাব সুপার কিংসের পকেট থেকে। তরুণ আর্শদ্বীপ এবং যুজবেন্দ্র চাহাল দুজনকেই ১৮ কোটিতে কিনলো পাঞ্জাব। ১৫ কোটি ৭৫ লাখে গুজরাট টাইট্যান্সের হলেন জস্ বাটলার। ১৪ কোটিতে রাহুলকে নিল দিল্লি ক্যাপিটালস। নিলাম চলছে এখনও।