IPL Suspend | কত দিনের জন্য বন্ধ থাকবে IPL এর ম্যাচ? বিবৃতি দিয়ে জানিয়ে দিলো BCCI!

Friday, May 9 2025, 10:37 am
highlightKey Highlights

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় যে, বর্তমান পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য IPL ২০২৫ স্থগিত রাখা হচ্ছে।


ভারত পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত করে দেওয়া হলো IPL। কিন্তু কত দিনের জন্য? এবার সেই খবরই দিলো BCCI। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় যে, বর্তমান পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য IPL ২০২৫ স্থগিত রাখা হচ্ছে। এক সপ্তাহ পর ফের টুর্নামেন্ট শুরু হবে। তার আগে যথা সময়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির পরিবর্তিত সূচি জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, যুদ্ধের আবহে গতকালই ধরমশালা স্টেডিয়ামে IPL এর ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। ব্ল্যাক আউট জারি করে খালি করে দেওয়া হয় স্টেডিয়াম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File