IPL 2025 Final | ফাইনাল হবে না কলকাতায়, আবহাওয়ার 'অজুহাত' দিয়ে ম্যাচ সরানো হলো ইডেন থেকে!

আবহাওয়ার অজুহাত দিয়ে ইডেন গার্ডেন্স থেকে সরানোই হচ্ছে এই মরশুমের আইপিএল ফাইনাল। ভ্যেনু হিসেবে বেছে নেওয়া হলো আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকেই।
আবহাওয়ার অজুহাত দিয়ে ইডেন গার্ডেন্স থেকে সরানোই হচ্ছে এই মরশুমের আইপিএল ফাইনাল। ভ্যেনু হিসেবে বেছে নেওয়া হলো আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকেই। বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন যে, প্লে অফ পর্ব শুরু হবে ২৯ মে থেকে। নিউ চণ্ডীগড়ের নিউ পিসিএ স্টেডিয়ামে হবে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ। ৩০ মে, শুক্রবার এলিমিনেটর ম্যাচের সঙ্গে, একই ভেন্যুতে তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারী দলগুলির মধ্যে ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে আমেদাবাদে। ফাইনাল ম্যাচটিও হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।