IPL 2023 | ধোনির অটোগ্রাফ বুকে লেখালেন সুনীল গাভাস্কার! আজ মুখোমুখি গুজরাট ও হাদরাবাদ!
রবিবার ম্যাচ শেষে মাহির প্রশংসা করলেন সুনীল গাভাস্কার, শার্টে লেখালেন মাহির অটোগ্রাফ। অন্যদিকে, আজকের ম্যাচ জিতলে চলতি আইপিএলে প্রথম দল হিসাবে প্লে-অফ নিশ্চিত করবে গুজরাট।
রবিবাসরীয় আইপিএল ২০২৩ (IPL 2023)- এর ম্যাচে চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chepauk, Chennai) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শেষ কিনারায় এসেও প্লে-অফে (Playoff) খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো নাইটরা। তবে ধোনির দলকে পরাজিত করলেও কিছুটা বিপাকে কেকেআর (KKR)।
আইপিএলের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে হবে। তা না হলে শাস্তি পাবে বোলিং দল। অধিনায়ককে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। সঙ্গে সার্কেলের বাইরে রাখা যাবে না চারজনের বেশি ফিল্ডারও। চলতি টুর্নামেন্টে আগেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন নীতীশ রানা (Nitish Rana)। এবার রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধের ম্যাচেও ফের স্লো ওভার রেটের সমস্যা হয় কেকেআর বোলিংয়ের সময়ে।
১৯তম ওভারের শুরুতেই বল করতে আসেন বৈভব আরোরা (Vaibhav Arora)। সেই সময়ে তৎকালীন আম্পায়াররা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি কেকেআর। এরপরেই মেজাজ হারান নাইট অধিনায়ক। খেলা চলাকালীনই আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নীতীশ রানা। আর সেই বচসার ভিডিওই ভাইরাল হয়ে পড়ে নেটিজনদের মাঝে।
অন্যদিকে, ম্যাচ শেষে স্টেডিয়ামে দেখা গেলো অন্য চমক। ম্যাচের পর স্টেডিয়াম প্রদক্ষিণ করলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni ) ও দল। টেনিস ব়্যাকেট হাতে দর্শকদের উদ্দেশ্যে মাঠ থেকে টেনিস বল গ্যালারিতে ছোড়েন মাহি। সতীর্থদের সঙ্গে তোলেন সেলফিও। তবে দিনের শেষে মন জয় করে নেয় সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) ও ধোনির মুহূর্ত। ম্যাচ শেষে ধোনির হাতে মার্কার তুলে বুকে, শার্টের উপর অটোগ্রাফ নিলেন সুনীল গাভাস্কার ওরফে সানি। এই মুহূর্তের ছবি ও ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়ায়।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কার বলেন, ধোনির মতো খেলোয়াড় ১০০ বছরে একবার আসে, যার জন্য সকলে ধোনির আরও বেশি খেলা দেখতে চান। গাভাস্কারের আশা, মাহিকে পরের আইপিএলেও দেখা যাবে।
ধোনি থেকে খেলতে পারে। ওর মতো প্লেয়ার ১০০ বছরে একবার আসে, এক প্রজন্মের ব্যবধানেও নয়। সেজন্যই ধোনির আরও বেশি খেলা দেখতে চায় সকলে। আশা করব এটাই ধোনির শেষ আইপিএল নয়, ওর আরও কিছু সময় থাকবে আমাদের সঙ্গে।
অন্যদিকে, আজ অর্থাৎ ১৫ই মে সোমবার সন্ধে ৭.৩০টায় আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) মুখোমুখি হতে চলছে গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে একটি ম্যাচ জিতেছে গুজরাট, আরেকটি ম্যাচ জিতেছে হায়দরাবাদ। বর্তমানে আইপিএল-এর পয়েন্ট তালিকায় (IPL Points Table) শীর্ষে রয়েছে গুজরাট এবং নবম স্থানে রয়েছে হায়দরাবাদ। এদিনের ম্যাচ জিততে পারলে চলতি আইপিএলে প্রথম দল হিসাবে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে টাইটান্সরা। অন্যদিকে, প্লে-অফে ওঠার সামান্যতম সম্ভাবনাও বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচ জিততেই হবে হায়দরাবাদকে। এদিনের ম্যাচে হারলেই ২ ম্যাচ বাকি থাকতে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে নিজামের শহর।
উল্লেখ্য, আইপিএল-এর পয়েন্ট তালিকা অনুযায়ী বর্তমানে, প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans), দ্বিতীয়তে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), তৃতীয়তে মুম্বই ইন্ডিয়ান্স (MI), চতুর্থতে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Supergiants), পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। অষ্টম স্থানে রয়েছে পঞ্জাব কিংস (Punjab Kings)। নবমে সানরাইজার হায়েদেরাবাদ (Sunrisers Hyderabad) ও দশম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল
- আইপিএল ২০২৩
- চেন্নাই সুপার কিংস
- কেকেআর
- মহেন্দ্র সিংহ ধোনি
- সুনীল গাভাস্কার
- গুজরাট টাইটান্স
- সানরাইজার্স হায়দরাবাদ