খেলাধুলা

করোনার প্রকোপ বাড়ায় বাতিল করা হোক আইপিএল, এই সিদ্ধান্তের দাবিতে বৈঠকে বসেন গভর্নিং কাউন্সিল

করোনার প্রকোপ বাড়ায় বাতিল করা হোক আইপিএল, এই সিদ্ধান্তের দাবিতে বৈঠকে বসেন গভর্নিং কাউন্সিল
Key Highlights

করোনা আক্রান্ত হয় একের পর এক বহু ক্রিকেটার। এই পরিস্থিতিতে আইপিএল-এর ভবিষ্যৎ নির্ধারণ করতে বৈঠকে বসেছিল গভর্নিং কাউন্সিল। ১০ মিনিট স্থায়ী হয়েছিল এই বৈঠক । তার মধ্যেই প্রতিযোগিতা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিব জয় শাহ বৈঠকে উপস্থিত বাকি সদস্যদের উদ্দেশ্যে বলেন, জৈব সুরক্ষা বলয় থাকলেও এই মুহূর্তে আইপিএল চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়াই সব থেকে ভাল। বোর্ডের শীর্ষস্থানীয় কর্তাদের কাছেও এছাড়া আর কোনো বিকল্প ছিল না। দিল্লি এবং আমেদাবাদে করোনার হানা ক্রমশ বাড়ছে। কলকাতা এবং বেঙ্গালুরুর ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হয়েছিলেন ফলে বেশিরভাগ দলই এই দুই শহরে যেতে অস্বীকার করেন।