করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে বন্ধ হয়েছে আইপিএল, মানুষের দুরবস্থা দেখে মন কাঁদছে সুরেশ রায়নার
Friday, December 8 2023, 1:22 pm

মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে আইপিএল। করোনা পরিস্থিতিতে গোটা দেশ জুড়েই হাসপাতালে শয্যা, অক্সিজেন এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসের অভাব। এসব দেখে মন কাঁদছে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার সুরেশ রায়নার। প্রতিযোগিতা বাতিল হলেও গোটা শিবির এখনও নিভৃতবাসে। আমেদাবাদের শিবির থেকেই টুইট করে নিজের মনের অবস্থা ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেছেন, “করোনা আর কোনও মজার ব্যাপার নয়! অনেক জীবন ঝুঁকির সামনে রয়েছে। এত অসহায় আগে কখনও লাগেনি। আমরা যতই সাহায্য করতে চাই না কেন, কিছু না কিছু ঠিকই কম পড়ছে। একে অপরের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানোর জন্য এ দেশের প্রতিটি মানুষের কুর্নিশ প্রাপ্য।”
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল ২০২১
- সুরেশ রায়না
- করোনা পরিস্থিতি
- কোভিড ১৯
- আইপিএল