নতুন অবতারে হাজির ধোনি, আসন্ন কোনও বিজ্ঞাপনের জন্যেই নাকি এই নতুন বেশ ধারণ
Sunday, March 14 2021, 1:14 am
Key Highlightsভারতের প্রাক্তন অধিনায়কের নতুন বেশ টুইট করেছে ‘স্টার স্পোর্টস’ চ্যানেল। নতুন অবতারে ধোনিকে দেখা গিয়েছে সম্পূর্ণ ন্যাড়া অবস্থায়। হ্যাঁ, ভারতের প্রাক্তন অধিনায়কের মাথা সম্পূর্ণ ভাবে কামানো। জানা গিয়েছে, আসন্ন কোনও বিজ্ঞাপনের জন্যেই নাকি এই বেশ ধারণ করেছেন তিনি। তবে এটি কোনও পণ্যের বিজ্ঞাপন, নাকি তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংসের, সে ব্যাপারে কোনও পক্ষই মুখ খোলেনি। ধোনির ঘনিষ্ঠরাও মুখে কুলুপ এঁটেছেন। তবে এটা জানা গিয়েছে, ছবিটি কোনও মার্শাল আর্ট ট্রেনিং ক্যাম্পের। শনিবারও সিএসকে-র হয়ে অনুশীলন করেছেন তিনি। সেই ছবিও ফ্র্যাঞ্চাইজির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল ২০২১
- ক্রিকেটার
- মহেন্দ্র সিংহ ধোনি

