আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধে প্যাট কামিন্সের বদলে কিউয়ি পেসার যোগ দিলেন KKR-এ
Friday, December 8 2023, 1:22 pm
Key Highlightsআইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধে অংশ নিতে আমিরশাহিতে যাবেন না বলে কেকেআরের তারকা পেসার প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন। সেই কারণে বাধ্য হয়েই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আমিরশাহি লেগের জন্য কলকাতা নাইট রাইডার্স কামিন্সের বদলি খুঁজে নিল। সবথেকে দামি বিদেশি ক্রিকেটারের বদলে নিউজিল্যান্ডের টিম সাউদিকে কেকেআর তাদের দলে নিল। জানা যাচ্ছে আইপিএলের বাকি ম্যাচগুলিতে অজি পেসারের বদলে কিউয়ি পেসারকে দেখা যাবে নাইট রাইডার্স শিবিরে।
- Related topics -
- খেলাধুলা
- কেকেআর
- আইপিএল ২০২১
- ক্রিকেট
- আইপিএল

