ফের আইপিএল-এ করোনা হানা! করোনায় আক্রান্ত হলেন দিল্লি ক্যাপিট্যালসের ফাস্ট বোলার আনরিখ নোর্টজে
Friday, December 8 2023, 1:22 pm
Key Highlightsকরোনা পরিস্থিতিতে শুরু হয়েছে IPL ২০২১। ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করে বাইশ গজে টি-টোয়েন্টির লড়াইয়ে আতঙ্ক কাটছে না। আইপিএলের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন দিল্লি ক্যাপিট্যালসের ফাস্ট বোলার আনরিখ নোর্টজে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে ওপেনিং ম্যাচও মিস করেন আনরিখ। কোয়ারেন্টিনে রয়েছেন ওই ক্রিকেট তারকা। উল্লেখ্য, ক'দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেবদত্ত পাড়িক্কল। তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট মেলার পরই তাঁকে আইসোলেট করে রাখা হয়। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দেবদত্ত পাড়িক্কলকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ খেলায় কিনা সেটাই দেখার। পাড়িক্কল অবশ্য নিজেই জানিয়েছেন, তিনি পুরো ফিট, খেলার মতো জায়গায় রয়েছেন। এখন দেখার টিম ম্যানেজমেন্ট তাঁকে খেলায় কিনা।
- Related topics -
- আইপিএল ২০২১
- কোভিড ১৯
- কোভিড পজিটিভ
- আনরিখ নোর্টজে
- আইপিএল

