Indian Olympic Association । রিলায়ন্সের সঙ্গে ভারতীয় অলিম্পিক সংস্থার চুক্তিপত্রের 'গলদ', অভিযোগের তীর পিটি ঊষার দিকে

Monday, October 7 2024, 7:59 am
highlightKey Highlights

রিলায়ন্সের সঙ্গে ভারতীয় অলিম্পিক সংস্থার চুক্তিপত্রের 'গলদে'র ফলে আইওএর বিরাট আর্থিক ক্ষতি হয়েছে বলে খবর।


রিলায়ন্সের সঙ্গে ভারতীয় অলিম্পিক সংস্থার চুক্তিপত্রের 'গলদে'র ফলে আইওএর বিরাট আর্থিক ক্ষতি হয়েছে বলে খবর। অভিযোগের তীর খোদ আইওএ প্রেসিডেন্ট পিটি ঊষার দিকে। চুক্তি অনুযায়ী আরআইএল ভারতের অলিম্পিক সংস্থাকে ৩৫ কোটি টাকা দেবে। কিন্তু ক্যাগের অডিট রিপোর্ট বলছে, শীতকালীন ও যুব অলিম্পিককে অন্তর্ভুক্ত করার জন্য নতুন চুক্তি হওয়া উচিত ছিল ৫৯ কোটি টাকার। অর্থাৎ ২৪ কোটি টাকা লোকসান করেছে আইওএ। রিপোর্টে বলা হয়েছে চুক্তিতে গলদ রয়েছে এবং আইওএ নিজেদের স্বার্থ দেখেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File