বর্ণবিদ্বেষের অভিযোগে বিদ্ধ ‘ভোগ’, ম্যাগাজিনের কভারে রাতারাতি ফর্সা কমলা হ্যারিস!
Monday, January 11 2021, 2:31 pm
Key Highlightsপ্রথম মহিলা হিসেবে মার্কিন মুলুকের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েছেন তিনি। তাঁকে কেন্দ্র করেই পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেছেন আমেরিকার অনেকে। তাই কমলা হ্যারিসের ছবি ফেব্রুয়ারি মাসের কভারের জন্য বেছেছে আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করা মাত্রই শুরু হয়েছে বিতর্ক। বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে ম্যাগাজিনের বিরুদ্ধে। এখনও পর্যন্ত কমলা হ্যারিসের মোট তিনটি ছবি ‘ভোগে’র ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। যার মধ্যে একটি কমলার ছোটবেলার সাদা-কালো ছবি। বাকি দু’টির একটিতে কালো জ্যাকেটে দেখা যাচ্ছে নির্বাচিত ভাইস প্রেসিডেন্টকে, অন্যটিতে স্যুট ও ট্রাউজার পরেছেন তিনি। অভিযোগ, ফটোশপ করে কমলার গায়ের রং ফরসা দেখানো হয়েছে এই ছবি দু’টিতে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভোগ
- ফ্যাশন ম্যাগাজিন
- কমলা হ্যারিস

