Internet | বাড়িতে চলছেনা ইন্টারনেট? লোহিত সাগরের নীচে ছিঁড়েছে তার, ব্যাহত নেটের গতি

Sunday, September 7 2025, 3:46 pm
highlightKey Highlights

শুধু আপনার বাড়িতে নয়, ইন্টারনেটের গতি মন্থর হয়ে রয়েছে ভারত-সহ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে।


হঠাৎ ইন্টারনেটের গতি মন্থর হলো ভারত-সহ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ হয় সমুদ্রের নীচ দিয়ে যাওয়া কেবল থেকে। মনিটরিং গ্রুপ ‘নেটব্লকস’ জানিয়েছে, লোহিত সাগরের নীচে টাটা কমিউনিকেশনস পরিচালিত দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ ৪ বা SMW4 এবং অ্যালকাটেল লুসেন্ট পরিচালিত ভারত, মধ্যপ্রাচ্য,পশ্চিম ইউরোপ বা IMEWE এই দু’টির কেবল এর ক্ষতি হয়েছে। পাকিস্তান টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের পরিষেবাও ব্যাহত হয়েছে। এই তার সারাতে কয়েক সপ্তাহ সময় লাগবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File