Murshidabad | মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা, পাহারায় বিএসএফ

Sunday, April 13 2025, 5:50 pm
Murshidabad | মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা, পাহারায় বিএসএফ
highlightKey Highlights

গুজব ছড়ানো রুখতেই এবার মুর্শিদাবাদের পাশাপাশি মালদহ এবং বীরভূমের কয়েকটি জায়গায় বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা।


গত সপ্তাহ থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। হাইকোর্টের নির্দেশের পর গোটা মুর্শিদাবাদ জুড়ে মোতায়েন হয়েছে আধাসেনা। তবে পুলিশ প্রশাসনের দাবি, ইন্টারনেটে নানারকম গুজব ছড়ানো হচ্ছে। তার জেরেই মুর্শিদাবাদ, মালদহ এবং বীরভূমের বেশ কয়েকটি জায়গায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। রবিবার অর্থাৎ আজ থেকে ১৫ এপ্রিল (মঙ্গলবার) রাত ১০টা পর্যন্ত ওইসব এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। তবে নেট পরিষেবা বন্ধ হলেও ফোনে কথা বলা যাবে। পাঠানো যাবে এসএমএসও। সংবাদপত্রও পৌঁছবে ওইসব এলাকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File