Murshidabad । অবশেষে ইন্টারনেট পরিষেবা চালু হতেই স্বস্তি বেলডাঙাবাসীর, এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য
পুলিশ সূত্রে খবর, বেলডাঙা, রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা শনিবার দুপুর থেকে চালু করা হয়েছে। বাকি থানা এলাকায় নেট পরিষেবা শুক্রবার রাত সাড়ে ১২টা থেকেই চালু করা হয়।
গত রবিবার দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্তি ছড়িয়েছিল বেলডাঙায়। তার জেরে একাধিক জায়গায় ১৬৩ ধারা (পুরোনো ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা) কার্যকর করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবাও। পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের চালু করা হলো পরিষেবা। মুর্শিদাবাদের বাকি এলাকায় শুক্রবার রাত থেকেই পরিষেবা চালু করে দেওয়া হয়। শনিবার বেলডাঙায় চালু হলো ইন্টারনেট পরিষেবা। এদিন সকালে বেলডাঙা এলাকা পরিদর্শন করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। গ্রামবাসীদের সাথে কথাও বলেন তিনি।