R G Kar | আরজিকর মামলায় 'তিলোত্তমা'র বাবা মা’র হয়ে সওয়াল করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৃন্দা গ্রোভার এই মামলা লড়ার জন্য তিলোত্তমার মা বাবার কাছ থেকে কোনও পারিশ্রমিক নেবেন না।
সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় 'তিলোত্তমা'র বাবা মা’র হয়ে এবার সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এতদিন লড়ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। জানা গিয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৃন্দা গ্রোভার এই মামলা লড়ার জন্য তিলোত্তমার মা বাবার কাছ থেকে কোনও পারিশ্রমিক নেবেন না। তিলোত্তমার পরিবার সূত্রে খবর, তাঁরা চাইছেন ওজনদার কোনও আইনজীবী তাঁদের মেয়ের সুবিচারের জন্য লড়ুক। তাছাড়া মামলা লড়তে দিল্লি যেতে কিছুটা অসুবিধাও হচ্ছিল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। উল্লেখ্য, আগামী সোমবার সুপ্রিম কোর্টে 'তিলোত্তমা' কাণ্ডের পরবর্তী শুনানি।