Hasina-Yunus | হাসিনার অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
হাসিনার অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে চায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রাক্তন প্রধানমন্ত্রী বিরুদ্ধে গণহত্যা সহ একাধিক মামলা দায়ের হয়েছে 'নতুন' বাংলাদেশে। এবার হাসিনার অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে চায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই সিদ্ধান্তে কোনও অসুবিধে নেই বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শদাতা টবি ক্যাডম্যান। টবি ক্যাডম্যান বলেন, “জুলাই অগস্টে গণহত্যার বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান মানা হচ্ছে। ট্রাইব্যুনালের দু’একটি ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করা যেতে পারে। গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- মহাম্মদ ইউনূস
- শেখ হাসিনা