পাক বাহিনী চিন অধিকৃত লাদাখে পঞ্জশির, কার্গিলের দখলদারির রিপোর্ট গোয়েন্দা বিভাগে
Saturday, October 2 2021, 10:31 am
Key Highlights
লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার মোকাবিলায় চিন বর্তমানে সাহায্য নিচ্ছে পাক ফৌজের। সম্প্রতি একটি গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, পাক সেনার বেশ কিছু অফিসার চিনা পিপলস লিবারেশন আর্মি-র পশ্চিম এবং দক্ষিণাঞ্চল থিয়েটার কমান্ডে যোগ দিয়েছে ‘সাহায্যকারী’ হিসেবে। ওই দুই থিয়েটার কমান্ডেরই দায়িত্বে রয়েছে চিন অধিকৃত তিব্বত এবং শিনজিয়াং প্রদেশের সীমান্ত রক্ষা করার। পাক সেনার কর্নেল পদমর্যাদার এক অফিসারকে চিনের কেন্দ্রীয় সামরিক কমিশনের আমন্ত্রিত সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে, এমটাই গোয়েন্দা সূত্রে রিপোর্ট।
- Related topics -
- প্রতিরক্ষা
- চিন
- পাকিস্তান
- পাক-সেনা
- লাদাখ
- ভারতীয় সেনা