Intel | ১.৬ বিলিয়ান মার্কিন ডলারের ক্ষতি 'পূরণ' করতে ১৭ হাজারের বেশি কর্মী ছাটাই করতে চলেছে ইনটেল
Friday, August 2 2024, 7:43 am
Key Highlightsবিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করতে চলেছে ‘ইনটেল’। এর ফলে ১৭ হাজারের বেশি কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা।
বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করতে চলেছে ‘ইনটেল’। এর ফলে ১৭ হাজারের বেশি কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা। সংবাদ সংস্থা এএফপি অনুযায়ী, ইনটেলের চিফ এক্সিকিউটিভ প্য়াট জেলসিঙ্গার জানিয়েছেন, কোম্পানির কর্মশক্তির ১৫ শতাংশ কমানো হবে। চলতি বছরের শেষের দিকে সেই প্রক্রিয়া শুরু হবে। কোম্পানির তরফে ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে, সাম্প্রতিক ত্রৈমাসিক রিপোর্টে দেখা গিয়েছে বিপুল টাকা লোকসান হয়েছে তাদের। যার পরিমাণ প্রায় ১.৬ বিলিয়ান মার্কিন ডলার।এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইনটেল।
- Related topics -
- আন্তর্জাতিক সংস্থা
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বেসরকারি সংস্থা
- কর্মী ছাটাই

