Delhi HC | ‘ইন্ডিয়া’ বদলে 'ভারত কিংবা ‘হিন্দুস্তান’! সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রক্রিয়া চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের!
Wednesday, March 19 2025, 11:35 am
 Key Highlights
Key Highlightsকেন দেশকে 'ভারত কিংবা ‘হিন্দুস্তান’ নামে ডাকা হবে না? এই বিষয়ে অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রক্রিয়া চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।
কেন দেশকে 'ভারত কিংবা ‘হিন্দুস্তান’ নামে ডাকা হবে না? এই বিষয়ে অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রক্রিয়া চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। এই ইস্যুতে দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের করে আবেদনকারী আর্জি জানান, সংবিধানে ব্যবহৃত ‘ইন্ডিয়া’ শব্দটি পাল্টে তা ‘ভারত’করতে। তারই প্রেক্ষিতে বিচারপতি শচীন দত্তর বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়টি কেন্দ্রকে বিবেচনা করে দেখার জন্য।
-  Related topics - 
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- আদালত
- শীর্ষ আদালত
- দিল্লি হাইকোর্ট
- দিল্লী হাইকোর্ট
- হাইকোর্ট
- কেন্দ্রীয় সরকার

 
 