Smart Meter | জেলায় জেলায় বিক্ষোভ, আপাতত স্মার্ট মিটার লাগানোর কাজ বন্ধ করছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর!
Monday, June 9 2025, 6:01 pm
Key Highlightsগত কয়েক সপ্তাহ ধরে গোটা রাজ্যের একাধিক জেলায় স্মার্ট মিটার নিয়ে দফায় দফায় ক্ষোভ বিক্ষোভ চলছে।
আপাতত বন্ধ করা হলো স্মার্ট মিটার লাগানোর কাজ। গত কয়েক সপ্তাহ ধরে গোটা রাজ্যের একাধিক জেলায় স্মার্ট মিটার নিয়ে দফায় দফায় ক্ষোভ বিক্ষোভ চলছে। সোমবারও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে বনগাঁয়। এই পরিস্থিতিতে আপাতত স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে চলেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং টেলিকমিউনিকেশন টাওয়ারে সফলভাবে স্মার্ট মিটার বসানোর পরেও গৃহস্থ বাড়িতে এই মিটার নিয়ে ‘কিছু অভিযোগ আসায়’ আপাতত মিটার লাগানো বন্ধ রাখা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিদ্যুৎ
- রাজ্য সরকার

