Bibek Pangeni । ক্যান্সার কেঁড়ে নিলো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বিবেক পানজেনির প্রাণ, শেষ হলো সব লড়াই

Friday, December 20 2024, 3:37 pm
highlightKey Highlights

২০২২ সালে ব্রেন টিউমার ধরা পড়েছিল পিএইচডি ডিগ্রি পাওয়া মেধাবী গবেষক বিবেক পানজেনির। এদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে হেরে গেলেন বিবেক।


২০২২ সালে ব্রেন টিউমার ধরা পড়েছিল পিএইচডি ডিগ্রি পাওয়া মেধাবী গবেষক বিবেক পানজেনির। কেমোথেরাপির সমস্ত আপডেট ইনস্টাগ্রামে ভাগ করে নিতেন তিনি ও তাঁর স্ত্রী শ্রীজনা সুবেদি। কঠিন লড়াইয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন শ্রীজনা। শেয়ার করতেন তাঁদের একসঙ্গে পথচলার সমস্ত স্মৃতিও। ক্যান্সার মোকাবিলায় সবার ইনস্পিরেশন ছিলেন তিনি। এদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে হেরে গেলেন বিবেক। বিবেকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ সোশ্যাল মিডিয়া মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File