INS Tamal | রয়েছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মতো মারাত্মক প্রযুক্তি! শীঘ্রই ভারতের নৌসেনায় যুক্ত হবে INS 'তামাল'!
Monday, June 23 2025, 4:24 am

আগামী ১ জুলাই নৌসেনায় অন্তর্ভুক্ত হবে নতুন আধুনিক যুদ্ধজাহাজ ‘তামাল’।
ইরান ইসরায়েলের সংঘর্ষের আবহে গোটা বিশ্বে যুদ্ধের আঁচ, এই আবহে শক্তি বাড়ালো ভারতের নৌসেনা। আগামী ১ জুলাই নৌসেনায় অন্তর্ভুক্ত হবে নতুন আধুনিক যুদ্ধজাহাজ ‘তামাল’। এই যুদ্ধজাহাজের ২৬ শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি। যার মধ্যে রয়েছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মতো মারাত্মক প্রযুক্তি। INS তামাল ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ভারী টর্পেডো, সাবমেরিন রকেট এবং বেশ কয়েকটি রেডার দিয়ে সজ্জিত। এই যুদ্ধজাহাজে হেলিকপ্টার অপারেশন সুবিধা, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ প্রযুক্তিও রয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় নৌবাহিনী
- যুদ্ধজাহাজ