বাংলাদেশ

উড়ালপুল দুর্ঘটনা! এজেসি বসু রোডে দুর্ঘটনায় মৃত্যু ১জন।

উড়ালপুল দুর্ঘটনা! এজেসি বসু রোডে দুর্ঘটনায় মৃত্যু ১জন।
Key Highlights

এজেসি বসু রোড উড়ালপুলে দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তির মৃত্যু হল। বুধবার ওই দুর্ঘটনার পর থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, মৃতের নামে রঞ্জিৎ রায় (৪২)। বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা রঞ্জিৎ বুধবার বিকেলে তাঁর এক পড়শির পারলৌকিক কাজ সেরে একটি ম্যাটাডোরে করে নিজের বাড়িতে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বুধবার বিকেলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে থেকে পার্ক সার্কাসের দিকে নামার মুখে দুর্ঘটনার মুখে পড়ে ওই ম্যাটাডোরটি।