পরিবেশ

Sundarban Mangrove Project | 'দানা'র মতো বড় বড় সাইক্লোন থেকে রক্ষা করবে সুন্দরবন! ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বাঁচাতে বড় উদ্যোগ

Sundarban Mangrove Project | 'দানা'র মতো বড় বড় সাইক্লোন থেকে রক্ষা করবে সুন্দরবন! ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বাঁচাতে বড় উদ্যোগ
Key Highlights

সুন্দরবনে সাড়ে চার হাজার হেক্টর এলাকায় নষ্ট হয়ে যাওয়া ম্যানগ্রোভ পুনরুদ্ধারের জন্য বেসরকারি সহায়তায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে খবর।

সাইক্লোন 'দানা'র ভয়াবহ তান্ডবলীলা থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গকে ঢালের মতো রক্ষা করেছিল ম্যানগ্রোভ। এবার সেই 'রক্ষাকবচ'কে বাঁচাতেই বড় উদ্যোগ সুন্দরবনে। সেখানে সাড়ে চার হাজার হেক্টর এলাকায় নষ্ট হয়ে যাওয়া ম্যানগ্রোভ পুনরুদ্ধারের জন্য বেসরকারি সহায়তায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে খবর। প্রকল্পটি VCS প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হচ্ছে। ১৯টি দেশীয় ম্যানগ্রোভ প্রজাতির রোপণের মাধ্যমে এই প্রকল্পটির লক্ষ্য, বাস্তুতন্ত্রের প্রাকৃতিক স্থিতিস্থাপকতা জোরদার করা, হাজার হাজার বাড়িঘরকে ক্ষয় এবং চরম আবহাওয়ার ঘটনা থেকে রক্ষা করা।