দেশ

Infosys Layoff | এক ধাক্কায় কাজ হারালেন ২৪০! ফের শিক্ষানবীশ ছাঁটাই করলো বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস!

Infosys Layoff | এক ধাক্কায় কাজ হারালেন ২৪০! ফের শিক্ষানবীশ ছাঁটাই করলো  বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস!
Key Highlights

ফের কর্মী ছাঁটাইয়ের পথে নামলো ইনফোসিস! ছেঁটে ফেলা হল ২৪০ শিক্ষানবীশকে।

ফের কর্মী ছাঁটাইয়ের পথে নামলো ইনফোসিস! ছেঁটে ফেলা হল ২৪০ শিক্ষানবীশকে। জানা গিয়েছে, অভ্যন্তরীণ পরীক্ষা নেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে। একটি বিবৃতিতে ইনফোসিস জানিয়েছে, কোম্পানির নিয়ম অনুযায়ী সব শিক্ষানবীশকে তিনটি প্রচেষ্টায় অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষায় পাশ করতে হয়। এই মূল্যায়নে উত্তীর্ণ হওয়ার জন্য তিনবার সুযোগ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও জেনেরিক ফাউন্ডেশন প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ্যতা অর্জনে তাঁরা ব্যর্থ হয়েছেন।এর আগে মাইসুরুতে একধাক্কায় অন্তত ৪০০ শিক্ষানবীশ ইঞ্জিনিয়রের চাকরি যায়।