Infosys | ৩০০রও বেশি ফ্রেশারদের ছাঁটাই করেছে Infosys! রিপোর্ট তলব করলো কেন্দ্রীয় শ্রম মন্ত্রক!
Monday, February 17 2025, 3:59 pm

কর্ণাটকের লেবার কমিশনারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।
৩০০রও বেশি ফ্রেশারদের চাকরি থেকে ছাঁটাই করেছে ইনফোসিস। মাইসুরু ক্যাম্পাসে ওই ফ্রেশার্সদের প্রাথমিক প্রশিক্ষণ হয়েছিল। কিন্তু তিনবারের চেষ্টাতেও নবাগতরা ইন্টারনাল অ্যাসেসমেন্টে পাশ না করায় তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়। ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেটের অভিযোগ, ফ্রেশার্সদের ভয় দেখানোর কৌশলও ব্যবহার করেছিল ইনফোসিস। এই নিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কাছে সরকারিভাবে অভিযোগ দায়েরে করা হয়। সেই পরিপ্রেক্ষিতে কর্ণাটকের লেবার কমিশনারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।
- Related topics -
- দেশ
- ভারত
- ইনফোসিস
- কর্মী ছাটাই
- কর্মসংস্থান