দেশ

Special Train | বন্ধ IndiGo-র পরিষেবা, হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা করলো ভারতীয় রেল

Special Train | বন্ধ IndiGo-র পরিষেবা, হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা করলো ভারতীয় রেল
Key Highlights

এয়ারপোর্টগুলিতে যাত্রীদের ভোগান্তি চরমে। এই আবহে সুখবর শোনাল ভারতীয় রেল।

বিমান বিভ্রাটের জেরে ভোগান্তিতে যাত্রীরা। এই আবহে একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা করলো ভারতীয় রেল। যাত্রীদের চাপ কমাতে হাওড়া ও যোধপুর এবং হাওড়া ও দিল্লির মাঝে এক জোড়া করে বিশেষ ট্রেন চালানো হবে। ৯ ডিসেম্বর রাত ১১টায় হাওড়া থেকে ছাড়বে যোধপুরগামী স্পেশাল ট্রেন। 04461 হাওড়া নয়াদিল্লি স্পেশাল ট্রেন ৯ ডিসেম্বর বেলা দেড়টায় হাওড়া স্টেশন থেকে ছাড়বে। ৮ ডিসেম্বর 05694 কামাখ্যা কলকাতা স্পেশাল ট্রেন কামাখ্যা থেকে সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়বে। টিকিট পাওয়া যাবে PRS ও ইন্টারনেটে।