Special Train | বন্ধ IndiGo-র পরিষেবা, হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা করলো ভারতীয় রেল
Sunday, December 7 2025, 5:27 pm
Key Highlightsএয়ারপোর্টগুলিতে যাত্রীদের ভোগান্তি চরমে। এই আবহে সুখবর শোনাল ভারতীয় রেল।
বিমান বিভ্রাটের জেরে ভোগান্তিতে যাত্রীরা। এই আবহে একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা করলো ভারতীয় রেল। যাত্রীদের চাপ কমাতে হাওড়া ও যোধপুর এবং হাওড়া ও দিল্লির মাঝে এক জোড়া করে বিশেষ ট্রেন চালানো হবে। ৯ ডিসেম্বর রাত ১১টায় হাওড়া থেকে ছাড়বে যোধপুরগামী স্পেশাল ট্রেন। 04461 হাওড়া নয়াদিল্লি স্পেশাল ট্রেন ৯ ডিসেম্বর বেলা দেড়টায় হাওড়া স্টেশন থেকে ছাড়বে। ৮ ডিসেম্বর 05694 কামাখ্যা কলকাতা স্পেশাল ট্রেন কামাখ্যা থেকে সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়বে। টিকিট পাওয়া যাবে PRS ও ইন্টারনেটে।
- Related topics -
- দেশ
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- রেলওয়ে অফিসার
- রেলভবন
- রেল পরিষেবা
- ভারতীয় রেলওয়ে
- রেলওয়ে
- ইন্ডিগো
- ইন্ডিয়া গো বিমান

