IndiGo Flight Emergency | মাঝ আকাশে ‘মে ডে’ কল ইন্ডিগোর পাইলটের, বরাতজোরে প্রাণে বাঁচলেন ১৬৮ যাত্রী

Saturday, June 21 2025, 2:27 pm
IndiGo Flight Emergency | মাঝ আকাশে ‘মে ডে’ কল ইন্ডিগোর পাইলটের, বরাতজোরে প্রাণে বাঁচলেন ১৬৮ যাত্রী
highlightKey Highlights

বরাতজোরে রক্ষা ইন্ডিগো বিমানের! মাঝ আকাশে ‘মে ডে’ কল পাইলটের! জরুরি অবতরণে প্রাণ বাঁচল শতাধিক যাত্রীর।


আহমেদাবাদ কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই বিমান বিভ্রাট। অল্পের জন্যে রক্ষা পেলো ইন্ডিগো বিমান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমানবন্দরে। এদিন গুয়াহাটি থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে যায়। তড়িঘড়ি ‘মে ডে’ কল করেন পাইলট। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই বিমানটিকে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করানো হয়। সূত্রের খবর, বিমানে ১৬৮ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ সূত্রে খবর, যাত্রীরা সকলেই সুস্থ এবং নিরাপদ আছেন। পাইলটকে ‘ডি রস্টার’ অর্থাৎ রোজকার কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File