দেশ

Indigo | ইমেলে বোমা হুমকি, মুম্বইয়ে জরুরি অবতরণ হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানের

Indigo | ইমেলে বোমা হুমকি, মুম্বইয়ে জরুরি অবতরণ হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানের
Key Highlights

ফের বোমাতঙ্কে জরুরি অবতরণ বিমানের। কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমান নামল মুম্বইয়ে।

ফের ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক। সূত্রের খবর, মঙ্গলবার কুয়েত থেকে হায়দরাবাদ যাচ্ছিলো ইন্ডিগোর একটি বিমান। উড়ান সংস্থার ইমেলে একটি হুমকি চিঠি পেতেই সকাল ৭.৪৫এ নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। জানা যাচ্ছে, বিমানটিতে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। এখনও অবধি উড়ান সংস্থা কোনো বিবৃতি জারি করেননি। যাত্রীদের ইন্ডিগো ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে।