Airfare Capping | বিমান বিভ্রাট হলেই হু হু করে বাড়ে টিকিটের দাম! বিমান ভাড়া বেঁধে দেবে কেন্দ্র?

১২ ডিসেম্বর সংসদের লোকসভায় কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রী রাম মোহন নাইডু জানালেন যে দেশজুড়ে বিমানের ভাড়া নির্দিষ্ট করে দেওয়া কেন্দ্রের পক্ষে সম্ভব নয়।
ইন্ডিগো বিমান বাতিলের পরেই টিকিটের দাম বাড়ায় অন্যান্য এয়ারলাইন্সগুলো। বিমানের ভাড়া বেঁধে দেয় কেন্দ্রকে। প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় সরকার কি সারা বছরের জন্য বিমান ভাড়া নির্দিষ্ট করে দিতে পারে না? শুক্রবার, লোকসভায় কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রী রাম মোহন নাইডু বলেন, “সাধারণত উৎসবের মরশুমে বিমানের টিকিটের দাম বাড়ে কারণ নির্দিষ্ট রুটে এবং নির্দিষ্ট সময়ে বিমানের চাহিদা তখন বেড়ে যায়। দামের এই ওঠা নামা মরশুম ভিত্তিক হয়। সারা বছরের জন্য ভাড়া নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয়। বাজারে চাহিদা ও সরবরাহ বিমানের টিকিটের দাম নির্ধারণ করে।”
