Khalistani Terrorist | পাকিস্তানে কিডনি ফেলিওরে মৃত ভারতের 'ওয়ান্টেড' খলিস্তানি জঙ্গি মহল সিং বব্বর

বব্বর খালসা জঙ্গি মহল সিং বব্বরের মৃত্যু হয়েছে পাকিস্তানে। রিপোর্ট অনুযায়ী, গত ২৪ মার্চ কিডনি ব্যর্থতার কারণে মারা যায় এই খলিস্তানি জঙ্গি।
পাকিস্তানের এক সামরিক হাসপাতালে খলিস্তানি জঙ্গি মহল সিং বব্বরের মৃত্যু হয়েছে। গত ২৪ মার্চ কিডনি ব্যর্থতার কারণে মারা গিয়েছে ভারত সরকারের 'ওয়ান্টেড' তালিকায় থাকা এই জঙ্গি। ভারতের হাত থেকে বাঁচতে ১৯৯০এর দশকে ফ্রান্সে পালিয়েছিল মহল সিং। তারপর সেখান থেকে পালায় পাকিস্তানে। অমৃতসর, জলন্ধর এবং ফরিদকোটে মোট ৫টি জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার দায় রয়েছে তার ওপরে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে পাঞ্জাবে বেআইনি অস্ত্র পাচার ও করতো এই খলিস্তানি জঙ্গি।
- Related topics -
- আন্তর্জাতিক
- জঙ্গি
- পাক জঙ্গি
- খালিস্তানি টেররিস্ট
- পাকিস্তান
- মৃত্যু
- ভারতীয়