Bangladesh | আগস্ট মাসে বাংলাদেশ থেকে ৪০০টিরও বেশি ভিসা আবেদন পর্যালোচনা করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
শেখ হাসিনার সরকার পতনের পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান কঠোর করেছে।
বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পরেই বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। এখন ‘মেডিক্যাল ভিসা’ ছাড়া জরুরী ভিত্তিতে ‘স্টুডেন্ট ভিসা’ দিচ্ছে ভারত। কিন্তু তাতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগস্ট মাসে বাংলাদেশ থেকে নির্দিষ্ট বিভাগে ৪০০টিরও বেশি ভিসা আবেদন পর্যালোচনা করেছে বলে জানানো হয়েছে। আধিকারিকরা জানান, বাংলাদেশ থেকেই ভারতে সবচেয়ে বেশি বিদেশি আসেন। একজন আধিকারিক জানিয়েছেন, গত বছর প্রায় ১৬ লক্ষ বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- ভারত