Indian Army | চীনের সামনেই চললো পিনাকা রকেট নিয়ে মহড়া, সফল ভারতের ত্রিশক্তি কর্পস

Wednesday, February 5 2025, 4:23 am
highlightKey Highlights

সিকিমে এলএসি বরাবর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস ‘লাইভ ফায়ারিং ডেমনস্টেশন’র আয়োজন হয়েছিল কাল।


সিকিমে এলএসি বরাবর চীনের নাকের ডগায় আগ্নেয়াস্ত্রের পসরা নিয়ে মহড়া শেষ করলো ভারতীয় সেনা। সেখানে উপস্থিত ছিল সিকিম ও শিলিগুড়ি করিডরের পুরো ইউনিট। ত্রিশক্তি কর্পস এর আয়োজনে হয়েছে ‘লাইভ ফায়ারিং ডেমনস্টেশন’ও। এই কোয়ার্টার্সের হেড কোয়ার্টার হচ্ছে পশ্চিমবঙ্গের সুকন্যা। এদিন পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চ সিস্টেম সহ একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে এই মহড়া চলেছে। সীমান্ত চুক্তি সত্ত্বেও কাঁটাতারের ওপারে শক্তি বাড়াচ্ছে চীন। ফলে আধুনিকীকরণ এবং স্বদেশীকরণে ফোকাস রেখে নিজের শক্তি বাড়াচ্ছে ভারতও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File