ISRO | বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সাফল্য ভারতের! ‘স্পেস ডকিং’-এর ক্ষেত্রে ইতিহাস গড়লো ইসরো
রাশিয়া, আমেরিকা, চিনের পর বিশ্বের চতুর্থ দেশে হিসাবে মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে ‘করমর্দন’ বা দুটি স্যাটেলাইট সংযুক্ত করলো ভারত।
ফের ইতিহাস লিখলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো! রাশিয়া, আমেরিকা, চিনের পর বিশ্বের চতুর্থ দেশে হিসাবে মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে ‘করমর্দন’ বা দুটি স্যাটেলাইট সংযুক্ত করলো ভারত। ইসরোর লক্ষ্য ছিল স্পেডেক্স ১ ও স্পেডেক্স ২, এই দুই কৃত্রিম উপগ্রহকে একত্রিত করা। এই পদ্ধতিকে বলে ‘স্পেস ডকিং’। প্রসঙ্গত, স্পেসডেক্স মিশন মহাকাশ গবেষণা দ্বারা মহাকাশ স্টেশনের তৈরির পথ প্রশস্ত হবে। কেবল মহাকাশ স্টেশন তৈরির ক্ষেত্রেই নয়, চন্দ্রযান ৪ অভিযানের ক্ষেত্রেও স্পেসডেক্স মিশন গুরুত্বপূর্ণ।