Matsya 6000 | সমুদ্রের ৬০০০ মিটার গভীরে ডুব দেবে ভারতের তৈরী মানব বহনে সক্ষম সাবমার্সিবল, মৎস্য ৬০০০
সমুদ্রের ৬০০০ মিটার গভীরে মৎস ৬০০০ এর কর্মক্ষমতার মূল্যায়ন করা হবে।
গভীর সমুদ্রে ডুব দেবে ভারতের তৈরী মানব বহনে সক্ষম সাবমার্সিবল, মৎস্য ৬০০০। সমুদ্রের ৬০০০ মিটার গভীরে মৎস ৬০০০ এর কর্মক্ষমতার মূল্যায়ন করা হবে। আসন্ন অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের শুরুতেই হবে এই পরীক্ষা। হিন্দু দেবতা বিষ্ণুর মৎস্য অবতারের নামানুসারে ভারতের এই ডুবোযানের নামকরণ করা হয়েছে। এই সাবমার্সিবল বা ডুবোযানে উন্নত মানের লাইফ সাপোর্ট সিস্টেম, নেভিগেশন সিস্টেম, নমুনা সংগ্রহের জন্য রোবোটিক যন্ত্রপাতি এবং হাই রেজোলিউশন ইমেজিং সিস্টেম সহ অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- ভারত
- দেশ
- অন্যান্য