Economic Survey 2024 | ২০২৩-২৪ অর্থবর্ষে বিশ্বের বাকি শেয়ার বাজারগুলিকে পিছনে ফেললো ভারতের শেয়ার বাজার!
২০২৩-২৪ অর্থবর্ষে বিশ্বের বাকি শেয়ার বাজারগুলিকে পিছনে ফেলে দিয়েছে ভারতের শেয়ার বাজার। এর নেপথ্যে মূল কারণ হল দেশের খুচরো বিনিয়োগকারীরা।
সংসদে পেশ হয়েছে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট। আর সেই রিপোর্টে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে বিশ্বের বাকি শেয়ার বাজারগুলিকে পিছনে ফেলে দিয়েছে ভারতের শেয়ার বাজার। এর নেপথ্যে মূল কারণ হল দেশের খুচরো বিনিয়োগকারীরা। ২০২৩-২৪ অর্থবর্ষেই সেনসেক্স বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বর্তমানে সেনসেক্স ৮০ হাজার পয়েন্টের গণ্ডি ছাড়িয়েছে। প্রযুক্তি, উদ্ভাবন এবং ডিজিটাইজেশনের অগ্রগতির কারণে দেশে বিনিয়োগ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে সমীক্ষা রিপোর্টে। এদিকে অর্থনৈতিক সমীক্ষায় জানানো হয়, ২০২৩-২৪ অর্থবর্ষে মূল্যস্ফীতির গড় হার কমে ৫.৪ শতাংশ হয়েছে।