খেলাধুলা

Paris Paralympic 2024 | প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে সপ্তম পদক, হাই জাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার

Paris Paralympic 2024 | প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে সপ্তম পদক,  হাই জাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার
Key Highlights

প্যারালিম্পিক্সে পর পর পদক জয় ভারতের। এবার হাই জাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার।

প্যারালিম্পিক্সে পর পর পদক জয় ভারতের। এবার হাই জাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার। তাঁর হাত ধরে সপ্তম পদক পেল ভারত। হাই জাম্পের T47 ইভেন্টে তিনি ২.০৪ মিটারের জাম্প দেন। নিশাদের ইভেন্টে সোনা জেতেন আমেরিকার রড্রিক টাউনসেন্ড। তিনি ২.১৬ মিটার জাম্প করে সোনা জেতেন। এদিকে ১ সেপ্টেম্বর ইতিহাস তৈরি করেন প্রীতি পাল। তিনি মেয়েদের T35 ক্যাটাগরিতে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে পদক জেতেন। দুটো ইভেন্টেই তিনি ব্রোঞ্জ জেতেন।