Retail Inflation | স্বস্তি মধ্যবিত্তের, দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার কমে পৌঁছলো ১.৫৫ শতাংশে!
Wednesday, August 13 2025, 7:08 am

জুন মাসে ভোক্তা মূল্য সূচক বা কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি ৫৫ বেসিস পয়েন্ট হ্রাস পেয়ে হয়েছে ১.৫৫ শতাংশ।
কমলো দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে,জুন মাসে ভোক্তা মূল্য সূচক বা কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি ৫৫ বেসিস পয়েন্ট হ্রাস পেয়ে হয়েছে ১.৫৫ শতাংশ। গত বছর জুনে যার পরিমান ছিল ৫.০৮ শতাংশ। তবে জুলাইতে তা নেমে আসে ৩.৫৪ শতাংশে। কেন্দ্রের দাবি, গত ছ’বছরে অর্থাৎ ২০১৭ সালের জুলাই থেকে ধরলেই চলতি বছর জুনেই মুদ্রাস্ফীতির হার সর্বনিম্ন।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ভারত