Indian Metro Line | ২০২৫ এর শুরুতেই ভারতের রেকর্ড! বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হল দেশ

Sunday, January 5 2025, 10:04 am
highlightKey Highlights

বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হল দেশ। ১০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত হল ভারতের মেট্রোর পথ।


নতুন সালের শুরুতেই রেকর্ড গড়ল ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হল দেশ। আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের ও দিল্লি-গাজিয়াবাদ-মিরট রুটের নমো ভারত করিডরের একটি অংশ উদ্বোধন করবেন। এর ফলে ১০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত হল ভারতের মেট্রোর পথ। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবথেকে বড় মেট্রো রেল নেটওয়ার্ক রয়েছে চিনে। এরপরই রয়েছে আমেরিকার স্থান। এবার তৃতীয় স্থানে নিজের জায়গা করে নিল ভারত। লক্ষ্য শীঘ্রই আমেরিকাকে ছাপিয়ে যাওয়ার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File