দেশ

Poverty in India | মোদি সরকারের আমলে কমেছে ভারতের দারিদ্রতা! ৮.৫ শতাংশে পৌঁছেছে সংখ্যা!

Poverty in India | মোদি সরকারের আমলে কমেছে ভারতের দারিদ্রতা! ৮.৫ শতাংশে পৌঁছেছে সংখ্যা!
Key Highlights

সম্প্রতি রিপোর্ট অনুযায়ী, মোদি সরকারের আমলে অনেকখানি কমেছে দারিদ্রতা।

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসেছেন নরেন্দ্র মোদি। সম্প্রতি রিপোর্ট অনুযায়ী, মোদি সরকারের আমলে অনেকখানি কমেছে দারিদ্রতা। NCAER-এর ‘রিথিঙ্কিং সোশাল সেফটি নেটস ইন এ চ্যালেঞ্জিং সোসাইটি’ নামক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০০৪-০৫ থেকেই দারিদ্র কমতে শুরু করেছিল দেশে। ২০১১-২০১২ সালে দরিদ্র জনতা ছিল ভারতের মোট জনসংখ্যার ২১.২ শতাংশ। এরপর উল্লেখযোগ্যভাবে ২০২২-২৪ সালে সেই সংখ্যাটা কমে ৮.৫ শতাংশে পৌঁছেছে। গবেষণাপত্রে দাবি করা হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর একাধিক প্রকল্পের জন্যই কমছে দারিদ্র।