Australian Open 2025 | অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলস থেকে ছিটকে গেলেন ভারতের এন শ্রীরাম বালাজি
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ভারতের টেনিস খেলোয়াড় এন শ্রীরাম বালাজি।
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পুরুষদের ডাবলস থেকে ছিটকে গেলেন ভারতের টেনিস খেলোয়াড় এন শ্রীরাম বালাজি। এদিন তিনি মেক্সিকান টেনিস খেলোয়াড় মিগুয়েল অ্যাঞ্জেল রেয়েস ভারেলার সাথে খেলছিলেন। তাঁদের বিপক্ষে ছিলেন পর্তুগিজ জুটি নুনো বোরজেস এবং ফ্রান্সিসকো ক্যাব্রাল। বালাজির হারের ফলে অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের একমাত্র আশা রইলো রোহন বোপান্নার ওপর। পুরুষদের ডাবলসে গতকাল জয় পেয়েছেন বোপান্না ও তাঁর সঙ্গী। ইতিমধ্যেই তিনি রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেছেন। তাঁর সাথে খেলছে চিনা ঝাং শুয়াই।